
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরো দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
রবিবার বিকেলে দেওয়া বার্তায় তিনি দেশবাসীর মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।
তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অনন্য বন্ধন তৈরি করে।”
দেশের উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আনন্দঘন এ মুহূর্তে আমরা সবাই দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি।”
ড. ইউনূস আরো বলেন, “ঈদ আমাদের মাঝে ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। এটি আমাদের ন্যায়ের পথে চলার শিক্ষা দেবে এবং সমাজে সহমর্মিতা ও সহাবস্থানের ভিত্তি মজবুত করবে।”
তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ঈদের জামাতে সবাই যেন দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে পারেন, এ জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহ আমাদের সহায় হোন।”
আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং কল্যাণে কাজ করি।