
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণের পাশে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান ইমাম হিসেবে জামাতে দায়িত্ব পালন করেন। এছাড়া ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। হাজারো মুসল্লির অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে জামাতের সময়সূচি যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে।
ঈদুল ফিতরের এই প্রধান জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।