
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের প্রতি জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেন, নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবাইকে আরো শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিকূলতা মোকাবিলা করে জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব।
তিনি আরও বলেন, আজ ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গ্রাম, শহর এবং প্রবাসীসহ সবার জন্য ঈদ মোবারক জানাই। যারা জামাতে অংশগ্রহণ করতে পারেননি বা বিদেশে অবস্থান করছেন, তাদের প্রতিও রইল শুভেচ্ছা। হাসপাতালের রোগী এবং যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, তারাও আমাদের দোয়ায় অন্তর্ভুক্ত থাকবেন।
প্রধান উপদেষ্টা বলেন, ঈদ হলো ভালোবাসা ও নৈকট্যের দিন। এই দিনে আমরা যেন সবার কাছে ভালোবাসা পৌঁছে দিতে পারি এবং একটি অটুট জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি—এই কামনা করি। যারা নতুন বাংলাদেশের স্বপ্নে নিজেদের উৎসর্গ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান তিনি।
এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন এবং ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান তিলাওয়াত করেন।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।