
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ রাশিয়া পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জাপোরিঝিয়ার সামরিক প্রধান ইভান ফেদেরভ জানিয়েছেন, একটি বাড়ির বাইরে পার্ক করা গাড়িতে রুশ ড্রোন হামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং আরও দুইজন আহত হন। খারকিভ অঞ্চলেও ড্রোন হামলায় আটজন আহত হয়েছেন। খারকিভের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ এ হামলাকে ‘শত্রু ড্রোনের বিশাল হামলা’ হিসেবে বর্ণনা করেছেন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার রাতে ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার বেশিরভাগই কুরস্ক অঞ্চলে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রাশিয়া একদিনে ৭২টি এবং ৬৪৬টি ‘কামিকাজি ড্রোন’ হামলা চালিয়েছে।
এদিকে, কিয়েভ ও মস্কো উভয়েই একে অপরের জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ এনেছে। কিয়েভ ওয়াশিংটনকে মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর উভয় দেশ জ্বালানি স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা নিষিদ্ধ করার বিষয়ে একটি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তবে উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।