৮ই এপ্রিল, ২০২৫, ৯ই শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
যাকে পেয়েছি, তাকেই হ/ত্যা করেছি, ই/স/রা/ই/লি সেনাদের ভ/য়ং/কর স্বীকারোক্তি
যাদের এক সময় আশ্রয় দিয়েছিল, আজ তারাই দখলদার, নিজ ভূমিতে আজ পরবাসী ফি/লি/স্তিন
নিজের ঘরে পরবাসী: ফিলিস্তিনের শত বছরের হারানো ইতিহাস
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে গাজায় যুদ্ধবিরতির নতুন চেষ্টার ঘোষণা, জিম্মি উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস
হা/য়/না/ ই/স/রা/ই/ল বিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
আমরা লড়াই চালিয়ে যাবো, কখনো মাথা নত করবো নাঃ ফি”লি’স্তিনি শিক্ষার্থী
গাজায় ই/স/রাইলি গ/ণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক হা/মাসের
গ্রীষ্মের প্রাকৃতিক টনিক: কাঁচা আমে মিলছে দেহ ঠান্ডার সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা
মানব পাচারে নতুন কৌশল, প্রতিরোধে জোরালো উদ্যোগের আহ্বান
গাজা থেকে রকেট হাম/লা, ইস/রা/য়েলের পাল্টা অভিযানে উত্তপ্ত পরিস্থিতি

ইসলাম একটি আধুনিক ও উদার ধর্ম” ভারতীয় লোকসভায় বললেন কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইসলাম একটি আধুনিক ও উদার নৈতিক ধর্ম। বুধবার লোকসভায় উপস্থাপিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে তিনি বলেন, এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করবে।

তিনি উল্লেখ করেন, ইসলামে নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশের কোনো বাধা নেই। কিন্তু কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই বিল শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করছে না, বরং রাজ্যের ক্ষমতাও সীমিত করছে। তিনি এই বিলকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে দাবি করেন, এটি মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষার অধিকার খর্ব করার উদ্দেশ্যে আনা হয়েছে।

সংবিধানের ২৬ নম্বর ধারা উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ওয়াকফ একটি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, যার মালিক আল্লাহ। সুতরাং মুসলিম সম্প্রদায়ের উচিত নিজেদের ধর্মীয় বিষয় পরিচালনা করার পূর্ণ অধিকার ভোগ করা। তিনি দাবি করেন, এই বিল সংবিধানের ২৬ নম্বর ধারার পরিপন্থী।

তিনি আরও বলেন, হিন্দু আইন ব্রিটিশ আইনের ভিত্তিতে গঠিত হলেও মুসলিম আইন কোরআন ও নবীর নির্দেশ অনুসারে চলে।

তৃণমূল কংগ্রেস নেতার মতে, তার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে। তিনি বলেন, “আমার বক্তব্যের মূল কথা হলো – তুমি হিন্দু বা মুসলিম নও, তুমি মানুষ হও।”

সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের অংশ। এটি কেবল ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে জামাতে নামাজ আদায়ের জন্য ইমামের নেতৃত্ব প্রয়োজন, তবে ব্যক্তিগতভাবে নামাজ পড়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই।

তিনি বলেন, যখন একজন ব্যক্তি মসজিদে নামাজ আদায় করেন, তখন সেই মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। মসজিদের সম্পত্তি ধর্মীয় কারণে উৎসর্গ করা হয় এবং এটি আল্লাহর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।

সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও বিরোধীরা এই বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত