
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিমসটেক শীর্ষ সম্মেলনের সুযোগে আজ শুক্রবার ব্যাংককে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই নেতার মধ্যে প্রথম সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, ব্যাংককে অনুষ্ঠিতব্য এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিমসটেক সম্মেলনের নৈশভোজে দু’নেতার প্রাথমিক সাক্ষাৎ হয়, যেখানে তারা সৌজন্য বিনিময় করেন এবং কিছু সময় ঘনিষ্ঠভাবে কথোপকথনে অংশ নেন।
বৈঠকটি আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক ও কৌশলগত সমঝোতা প্রসারের দিক থেকে গুরুত্ব বহন করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।
বর্তমানে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদি ব্যাংককে অবস্থান করছেন। এই সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।