
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টেপ টেনিস ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক লড়াই আসছে! শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-২ শেষ পর্বে পৌঁছেছে, আর শিরোপার জন্য চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে দুই দুর্দান্ত দল—কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।
আগামী ৫ এপ্রিল, শনিবার সকাল ১১টায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গড়াবে ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে আরও চমক! জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতির পাশাপাশি, জমকালো সাংস্কৃতিক আয়োজনও থাকছে দর্শকদের জন্য।
সিজনজুড়ে উত্তেজনার পর চূড়ান্ত লড়াই
গত বছরের ১৬ নভেম্বর, বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছিল এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩২টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা ছিল, আর নকআউট পদ্ধতির প্রতিযোগিতায় একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছেছে গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি ও ভিক্টোরি সুপার হিরোজ।
বিজয়ীদের জন্য রয়েছে বিশাল পুরস্কার।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও গৌরবময় ট্রফি, আর রানার্সআপ দল পাবে ১ লক্ষ টাকা ও ট্রফি। এমন বিশাল প্রাইজমানি দেশের টেপ টেনিস ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে!
সরাসরি সম্প্রচার ও নতুন প্রযুক্তির সংযোজন
এই উত্তেজনাপূর্ণ ফাইনালসহ পুরো টুর্নামেন্টটি ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দূর-দূরান্তের দর্শকরাও উপভোগ করতে পারেন শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো।
২০২৩ সালে শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে শুরু হওয়া এই টুর্নামেন্ট প্রথম আসরেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, যেখানে উপলতা স্পোর্টিং ক্লাব শিরোপা জিতেছিল। এবার, এসপিএল সিজন-২ কে জিতবে? কে হবে নতুন চ্যাম্পিয়ন?
সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল ৫ এপ্রিল শনিবার সকাল ১১টায়! টেপ টেনিসের এই শ্বাসরুদ্ধকর মহারণ কোনভাবেই মিস করা যাবে না!