৫ই এপ্রিল, ২০২৫, ৬ই শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
যুদ্ধবিরতির পর ঘরে ফেরা মানুষ আবার রাস্তায়, ধ্বংসস্তূপে পরিণত রাফা শহর
ব্যাংককে মোদি–ইউনূস বৈঠক, গণতন্ত্র ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে আলোচনা
শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন ২-এর মহারণ! ৫ এপ্রিল শনিবার জমকালো ফাইনাল
“বাংলাদেশকে নিয়ে ভারতীয় আগ্ৰাসন ও ভয়ং’কর ষড়যন্ত্র রুখতে ড.মুহাম্মাদ ইউনূসের টানা ৫ বছর ক্ষমতায় থাকা অপরিহার্য।”
শিশুদের মনোযোগ বৃদ্ধিতে কার্যকর ব্যায়াম: দৈনন্দিন অভ্যাসেই মিলবে আশানুরূপ ফল
ব্যাংককে মুখোমুখি বৈঠকে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি
ইসলাম একটি আধুনিক ও উদার ধর্ম” ভারতীয় লোকসভায় বললেন কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ১৭০ জন প্রিয় হারালেন এক অভাগা ইমাম
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে জান্তার সাময়িক যুদ্ধবিরতি, উদ্ধার অভিযানে গতি আনার উদ্যোগ
যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধি: বাংলাদেশের রপ্তানিতে নতুন চ্যালেঞ্জ

ব্যাংককে মোদি–ইউনূস বৈঠক, গণতন্ত্র ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে আলোচনা

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিমসটেক শীর্ষ সম্মেলনের ছায়ায় আজ ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রথম হাসিনা-পরবর্তী যুগে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এমন সরাসরি আলোচনা হলো, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকে মোদি স্পষ্ট বার্তা দেন—বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “ভারত চায় বাংলাদেশ হোক একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক দেশ, যেখানে সব নাগরিক সমানভাবে নিরাপদ।”

ড. ইউনূস ভারতের উদ্বেগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন।

বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক আস্থার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হয়নি, তবে বৈঠকের প্রতিটি মুহূর্তই ছিল ভবিষ্যতের সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিতবাহী।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের মধ্যে ‘মর্যাদাপূর্ণ সম্পর্ক’-এর নতুন অধ্যায় রচনার সূচনা। দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়ালে ফাটল ধরিয়ে, সুসম্পর্কের ভিত গড়ে তোলার দিকেই এগিয়ে যাচ্ছে ঢাকা-নয়াদিল্লি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত