
আওয়ার টাইমস নিউজ।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যবেক্ষণে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন ও পুরাতন সকল ভোটার অংশগ্রহণের সুযোগ পাবে এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার গঠিত হবে।”
গত ১৫ বছরের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। ভোটাধিকার ছিল শুধু কাগজে-কলমে। আজ মানুষ সেই অধিকার ফিরে পেতে চায়।”
নতুন ভোটারদের উৎসাহের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি আজ যারা ভোটার হতে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ অনেক বেশি। এটা স্পষ্ট প্রমাণ করে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত।”
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে আমিনুল বলেন, “আমরা নাগরিক দায়িত্ববোধ থেকেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা করছি, পাশাপাশি যারা ভোটার হতে এসেছেন তাদেরও সহযোগিতা করছি।”
নতুন ভোটারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ভোটার হওয়া নাগরিকের একটি মৌলিক অধিকার। এই অধিকার কেউ যেন বঞ্চিত না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে। জনগণের ভোট ছাড়াই তারা শাসন চালিয়েছে। এবার জনগণ নিজের হাতে সরকার গড়তে চায়।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।