
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ই/সরাইলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
রবিবার (৬ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাস একটি বিবৃতিতে বিশ্ববাসীকে ইসরাইলি আগ্রাসনের বিরোধিতায় হরতাল, ধর্মঘট ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের অনুরোধ জানায়।
হামাস জানায়, আলোচনার মাধ্যমে যা অর্জন সম্ভব হয়নি, তা গণহত্যা ও সহিংসতার মাধ্যমে কখনোই সম্ভব হবে না।
সংগঠনটি আরও উল্লেখ করে, এখন সময় এসেছে দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর। পাশাপাশি তারা পশ্চিম তীরের সঙ্গে ইসরাইলের সব ধরণের যোগাযোগ ছিন্ন করারও আহ্বান জানায়।