
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে গাজা পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং জিম্মি উদ্ধার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ওয়াশিংটনের হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব বিষয়ে বক্তব্য রাখেন।
সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় একটি নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য তারা কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে চেষ্টা করছে, যাতে গাজায় আটক জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়। “জিম্মিদের উদ্ধারের বিষয়টি সময়সাপেক্ষ হলেও আমরা থেমে নেই,” বলেন ট্রাম্প।
তিনি আরও বলেন, “গাজা উপত্যকা এখন এক ভয়ংকর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এটি এমন এক এলাকা, যার পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। আমি বুঝতে পারি না, কেন ইসরায়েল অতীতে গাজা ছেড়ে দিয়েছিল। ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা লাঘবে অন্য দেশগুলোকেও এগিয়ে আসা উচিত।”
ট্রাম্প জানান, তিনি সম্প্রতি গাজা থেকে মুক্তিপ্রাপ্ত ১০ জন জিম্মির সঙ্গে কথা বলেছেন। তারা হামাসের হাতে পড়া নৃশংসতার বর্ণনা দিয়েছেন। “তাদের শরীরে ক্ষত ছিল না, কিন্তু মানসিকভাবে তারা ভীষণ বিধ্বস্ত,” বলেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা ইসরায়েলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছি, এবং এই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি ইসরায়েলের প্রয়োজন অনুযায়ী সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো।”
এই সময় ট্রাম্প নিজেকে ইসরায়েলের ‘সেরা বন্ধু’ এবং “ইসরায়েলের প্রত্যাশিত শ্রেষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট” হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “ট্রাম্প শুধু ইসরায়েলের বন্ধু নন, বরং ইহুদি জাতিরও একজন বিশ্বস্ত সহচর।” তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে কাজ করবো। এটা সময়ের দাবি।”