
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ ও পশ্চিম ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে গিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন এবং দোকানিদের ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধের আহ্বান জানান। অনেক দোকানি স্বতঃপ্রণোদিত হয়ে এসব পণ্য প্রকাশ্যে ধ্বংস করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন বলেন, “আমার টাকায় গাজায় যেন বোমা না পড়ে।” প্ল্যাকার্ড হাতে শিশু, নারী ও পুরুষ সকলে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আয়োজকরা জানান, এই আন্দোলন চলতে থাকবে যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানানো হয়-দেশব্যাপী ইসরায়েলি পণ্যের তালিকা প্রকাশ ও নিষিদ্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার।