
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দুনিয়া বদলাতে চাইলে সবচেয়ে কার্যকর পথ হলো ব্যবসা।” বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো অসাধারণ ধারণা রয়েছে। এখানকার ব্যবসায়িক পরিবেশ শুধু দেশের নয়, বরং বৈশ্বিক উন্নয়নের জন্যও সম্ভাবনাময়। ক্ষুদ্রঋণের উদাহরণ দিয়ে তিনি বলেন, এটি একসময় গ্রামের ছোট একটি উদ্যোগ ছিল, যা এখন বিশ্বের অন্যতম বড় ব্যবসায় পরিণত হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক ব্যবসা হতে পারে কার্যকর মডেল। তিনি কার্বন নিঃসরণহীন একটি নতুন সভ্যতা গঠনের আহ্বান জানান এবং বলেন, বর্তমান সভ্যতা ধ্বংসের পথে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে কিছু সময় চুপ থাকেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে আর সরকারের অপেক্ষায় বসে থাকলে চলবে না— এখন থেকেই নতুন পৃথিবী গড়ার উদ্যোগ নিতে হবে।
সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ‘ইনোভেশন’ বিভাগে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, ‘ইএসজি’ বিভাগে ওয়ালটন, ‘বিদেশি বিনিয়োগ’ বিভাগে বিকাশ এবং ‘স্থানীয় ক্যাটাগরি’তে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পুরস্কৃত হয়।
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইয়ানওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।