
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের সব মাদ্রাসায় এবার নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ৯ এপ্রিল প্রকাশিত এক অফিস আদেশে বলা হয়, এই উৎসবকে ঘিরে মাদ্রাসাগুলোতে প্রাণবন্ত, রঙিন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে হবে।
এই আয়োজনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দেশের আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষও। চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নতুন বছর ১৪৩২-কে সম্মান জানিয়ে অনুষ্ঠান সাজানোর কথা বলা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সরকারি ও বেসরকারি সকল মাদ্রাসা, এবতেদায়ি শাখা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২৩ মার্চ এক সভায় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়।