
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের মঙ্গল কামনায় ভারতের অবস্থান অন্য যেকোনো দেশের চেয়ে অগ্রগণ্য— এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহু দশকের, এবং এটি দুই দেশের জনগণের হৃদয়ের সম্পর্ক।
ভারতের ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এ দেওয়া বক্তব্যে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ভারতের ডিএনএ-তে বাংলাদেশের মঙ্গল কামনা নিহিত আছে। আমরা শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে চাই, বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হোক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে যে মৌলবাদী বক্তব্য আসছে, তা আমাদের ভাবাচ্ছে। সংখ্যালঘুদের ওপর হামলাও আমাদের চিন্তার কারণ।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, “গণতন্ত্রের পথে এগিয়ে যেতে নির্বাচন অপরিহার্য। আমরা আশা করি, বাংলাদেশ সেই গণতান্ত্রিক ধারায় থাকবে।”