
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেশের নতুন নাম রাখতে চায় “পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ”।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরে দলটি। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাব তুলে দেন দলটির শীর্ষ নেতারা।
ইসলামী আন্দোলন জানায়, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১৩০টিতে একমত, ২৫টিতে দ্বিমত ও ১১টিতে আংশিক একমত। তারা ৪১টি নতুন ও ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে।
প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আত্মশুদ্ধি ছাড়া সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব সম্ভব নয়। এজন্য সব পর্যায়ে জবাবদিহিতা প্রয়োজন— আল্লাহ, বিবেক, জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ বন্ধে শরিয়াহ আইন কার্যকর হতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোটের দাবিও জানায় দলটি।
বাংলাদেশকে “জনকল্যাণমূলক রাষ্ট্র” হিসেবে দেখতে চায় দলটি। তাই নতুন নামের প্রস্তাব।
এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক সংলাপ চলছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চায় কমিশন। এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।
জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে আরও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নাম পরিবর্তনের প্রস্তাব দিল ইসলামী আন্দোলন
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেশের নতুন নাম রাখতে চায় “পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ”।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই প্রস্তাব তুলে ধরে দলটি। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাব তুলে দেন দলটির শীর্ষ নেতারা।
ইসলামী আন্দোলন জানায়, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১৩০টিতে একমত, ২৫টিতে দ্বিমত ও ১১টিতে আংশিক একমত। তারা ৪১টি নতুন ও ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে।
প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আত্মশুদ্ধি ছাড়া সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব সম্ভব নয়। এজন্য সব পর্যায়ে জবাবদিহিতা প্রয়োজন— আল্লাহ, বিবেক, জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ বন্ধে শরিয়াহ আইন কার্যকর হতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোটের দাবিও জানায় দলটি।
বাংলাদেশকে “জনকল্যাণমূলক রাষ্ট্র” হিসেবে দেখতে চায় দলটি। তাই নতুন নামের প্রস্তাব।
এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক সংলাপ চলছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চায় কমিশন। এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দল মতামত দিয়েছে।
জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে আরও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।