
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ বর্তমান সরকারকে আরও অন্তত পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, যা সফল হলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের মধ্যে কোনো সংঘাতের শঙ্কা নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে একটি চুক্তির আওতায় কাজ চলছে।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জে এবার ভালো ফসল হয়েছে, তবে কিছু জমি এখনও পতিত আছে। এসব জমি চাষে আনতে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, কারণ প্রয়োজনীয় খাদ্য মজুত রয়েছে এবং সরকার ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে।
ধান কাটা ও কৃষকদের সমস্যা নিয়ে তিনি বলেন, আবহাওয়াজনিত ঝুঁকি থাকলেও সরকার কৃষকদের পাশে রয়েছে। কোনো সিন্ডিকেট যদি বাধা সৃষ্টি করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি শান্তিগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন এবং খরচার হাওরের রাবার ড্যামের সমস্যা সমাধানে এলজিইডি’র কর্মকর্তাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এই সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।