
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে ফ্রান্স। আগামী জুনে জাতিসংঘের কনফারেন্সে এই স্বীকৃতি ঘোষণা করতে পারে দেশটি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হতে হবে এবং আমরা তা আগামী কয়েক মাসের মধ্যেই করব।”
তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিলে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দিতে চায় ফ্রান্স, যেখানে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এটি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দীর্ঘদিন ধরেই ফ্রান্স দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে থাকলেও এতদিন তা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি। এবার স্বীকৃতি দেওয়া হলে তা হবে ফরাসি পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন।
এদিকে ইসরায়েল এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘অপরিপক্ব’ বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।