
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি উঠেছে। একই সঙ্গে দখলদার রাষ্ট্রটির পণ্য বিক্রি করছে—এমন দোকানগুলোকে সম্মিলিতভাবে বয়কট করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে বিভিন্ন ইসলামি সংগঠন পৃথক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা মুসলিম দেশগুলোকে দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, “ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের উচিত তাদের সব পণ্য নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান নেওয়া।”
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতারাও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ইসরায়েলের হামলা যেন দাজ্জালের আগমনের পূর্বাভাস। রাসূল (সা.)-এর ভবিষ্যদ্বাণীর প্রতিফলন এখন প্রতীয়মান। মুসলমান হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এখন ঈমানি দায়িত্ব।”
সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাস্তায় ক্ষোভ প্রকাশ করেন।