
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় চলমান দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের উদ্দেশ্যে ও মানবিক সহানুভূতি জাগ্রত করতে আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল সংহতি কর্মসূচি—‘মার্চ ফর গাজা’।
আজ শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি সংগঠন। আয়োজকদের দাবি—গাজার নিরস্ত্র ও নির্যাতিত মানুষের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতেই এই জনসমাগমের ডাক।
সমাবেশে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকদের আশা, এটি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় জনসমর্থনের বার্তা হিসেবে বিবেচিত হবে।
সমাবেশ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আলেম, ইসলামিক চিন্তাবিদ, ক্রীড়াবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী সংহতির প্রতিচ্ছবি।
আয়োজকদের ফেসবুক পেজে দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের ভিডিও বার্তাও প্রকাশ পেয়েছে। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান, ক্রিকেটার মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, নেতা হাসনাত আবদুল্লাহ, অভিনেতা তামিম মৃধা ও শিক্ষাবিদ আয়মান সাদিক।
কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:
১. ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস যেমন পানি, ছাতা ও মাস্ক সঙ্গে আনতে হবে।
২. আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করতে হবে।
৩. রাজনৈতিক প্রতীক ছাড়া সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড ও শুধু বাংলাদেশ-ফিলিস্তিন পতাকা বহন করা যাবে।
৪. কোনো ধরনের অপচেষ্টা ঠেকাতে সচেতন থাকতে ও প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব ঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে।