
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকায় ইতিহাস গড়ার দিন। গাজা উপত্যকায় রক্তপাতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানবতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (১২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’—একটি হৃদয়揣ে সংহতির মহাসমাবেশ।
সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়, গলি, রাস্তা যেন মানুষে মানুষে পরিপূর্ণ। হাতে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা—দৃশ্যটা যেন এক জীবন্ত প্রতিবাদপট।
গাজা তুমি একা নও!’এই বার্তা পৌঁছে দিতে মানুষ ছুটে আসছে সোহরাওয়ার্দীর পথে।
আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। আয়োজকদের আশা, আজকের জমায়েত হবে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় গণসমাবেশ।
মঞ্চ প্রস্তুত, হৃদয়ের ভাষা বলবে আজ জনতা। বিকেল ৩টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখবেন দেশের খ্যাতিমান আলেম, বুদ্ধিজীবী ও জননন্দিত ব্যক্তিত্বরা।
এই মানবিক প্ল্যাটফর্মে আজ কাঁধে কাঁধ মিলিয়ে থাকছেন—
জাতীয় দলের ক্রিকেটার ও তারকারা,
তাবলিগ জামাত ও ইসলামী সংগঠনের সদস্যরা,
মাদরাসা ছাত্র ও শিক্ষক,
সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রবেশপথ (স্টার্টিং পয়েন্ট):
বাংলামোটর → রমনা গেট
কাকরাইল মোড় → ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট
জিরো পয়েন্ট → টিএসসি গেট
বখশীবাজার মোড় → শহীদ মিনার হয়ে টিএসসি গেট
নীলক্ষেত মোড় → ভিসি চত্বর হয়ে টিএসসি গেট
বিশেষ নির্দেশনা:
অংশগ্রহণকারীরা ব্যক্তিগত সামগ্রী যেমন পানি, ছাতা ও মাস্ক সঙ্গে রাখবেন।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ।
রাজনৈতিক প্রতীক নয়—শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের আহ্বান।
আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা করতে বলা হয়েছে।
টিএসসি মেট্রো স্টেশন আজ বন্ধ থাকবে।
ফিলিস্তিনের শিশুর কান্না, মায়ের আর্তনাদ—সব যেন আজ প্রতিধ্বনিত হবে সোহরাওয়ার্দীর আকাশে।
আজ ঢাকার রাজপথে দাঁড়িয়ে বিশ্বকে বলতে হবে—‘গাজা, আমরা আছি তোমাদের পাশে।’