
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ব্যতিক্রমী এক চিরকুট। সেখানে লেখা—“ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই – সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।” এই চিরকুট সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
শনিবার সকালে চার মাস ১২ দিন পর খোলা হয় মসজিদের ১১টি দানবাক্স। সকাল ৭টা থেকেই গণনার কাজ শুরু হয়। এতে অংশ নেন মসজিদ কমিটির সদস্য, মাদরাসা-এতিমখানার ছাত্র-শিক্ষকসহ প্রায় চার শতাধিক মানুষ।
দানবাক্স খুলে এবার মোট ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনার পুরো সময়জুড়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মুসল্লিদের দান ও মনোবাসনার ছোঁয়া পাওয়া যায় এসব দানবাক্সে। আর এবারের চিরকুটটি যেন আলাদা দৃষ্টি কাড়ল—যেখানে একজন সাধারণ মানুষ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের আকাঙ্ক্ষা জানিয়েছেন একেবারে সরল ভাষায়।