
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনে চলমান বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ ১২ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে আসেন।
ফিলিস্তিনের পতাকা হাতে নারী-পুরুষ-শিশুরা প্রকম্পিত করে তোলেন শাহবাগ, বাংলামোটর ও সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। মানুষের ঢল এমন ছিল যে আশপাশে দাঁড়াবার জায়গাও মেলেনি।
মিছিলের অগ্রভাগে ছিল প্রতীকী লাশের প্রতিচ্ছবি। ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ পায়ে হেঁটে কিংবা যানবাহনে চড়ে স্লোগানে স্লোগানে উচ্ছ্বসিত হয়ে পৌঁছান রাজধানীর কেন্দ্রে।
‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’—গগনবিদারী এই আওয়াজে মুখর ছিল পুরো এলাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। অংশ নেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহসহ বহু বিশিষ্টজন ও রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
আয়োজকেরা জানান, বাংলার জনতা আজ ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে কণ্ঠ মিলিয়েছে। তারা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় শপথ ও ঘোষণাপত্র পাঠ করে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেন।
শায়খ আহমাদুল্লাহ আগের দিন ফেসবুক বার্তায় পাঁচ দফা নির্দেশনা দিয়ে সবার প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান আজ বাস্তবে রূপ নেয় এক ব্যতিক্রমধর্মী, শান্তিপূর্ণ ও শক্তিশালী গণজমায়েতে।
এদিন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠে যেন এক টুকরো ফিলিস্তিন—সংহতি, প্রতিবাদ ও মানবতার কণ্ঠস্বর।