
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল জনসমাগম ঘটেছে। লাখো মানুষের অংশগ্রহণে রাজধানী ঢাকায় ফিলিস্তিনের পক্ষে এ মহাবিক্ষোভ নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেরও।
এই প্রতিবাদ কর্মসূচির খবর আন্তর্জাতিক বার্তাসংস্থা Associated Press (AP) প্রচার করে, যেটি পরবর্তীতে তুলে ধরে ইসরায়েলি সংবাদমাধ্যম The Times of Israel।
টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বাংলাদেশের এ বিক্ষোভকে “গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের প্রতিবাদ” হিসেবে বর্ণনা করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকায় বিক্ষোভকারীরা ইসরায়েলি নেতাদের (নেতানিয়াহু ও তার মিত্রদের) ছবি প্রতীকীভাবে পেটায় এবং ‘ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে অংশ নেয়। অনেকেই প্রতীকী কফিন ও কুশপুত্তলিকা বহন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সবশেষে জানানো হয়, বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় ১৭ কোটি এবং যার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।