
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ১ লাখ ৬৩ হাজার টাকা! শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৩,২১৪ টাকা— যা ইতিহাসে সর্বোচ্চ।
মাত্র একদিন আগেই ১০ এপ্রিল দাম বাড়ানোর পর ১১ এপ্রিল থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম ছিল ১,৫৯,০২৭ টাকা। কিন্তু বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় আবারও সমন্বয় করেছে বাজুস।
নতুন দামে অন্যান্য ক্যারেট অনুযায়ী স্বর্ণের মূল্য:
২১ ক্যারেট: ১,৫৫,৭৯৬ টাকা
১৮ ক্যারেট: ১,৩৩,৫৪১ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,১০,২৭১ টাকা
উল্লেখযোগ্যভাবে, বিক্রয়মূল্যে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
২০২৫ সালে এ পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ২০ বার, যার মধ্যে ১৫ বার দাম বেড়েছে। অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল।
রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনও ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকায়।
বাকি শ্রেণিগুলোর দাম:
২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট: ২,১১১ টাকা
সনাতন পদ্ধতির: ১,৫৮৬ টাকা