
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। এভাবেই দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের একটি রিসোর্টে আয়োজিত জেলা বিএনপির যৌথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সরকার দেশের সংবিধান, গণতন্ত্র আর মানুষের ভোটাধিকারকে পদদলিত করেছে। কিন্তু সেই দানবিক শাসন আর টিকতে পারেনি—৫ আগস্টেই তার পতন ঘটেছে।
তবে তিনি এটাও স্পষ্ট করে জানান, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ভোটের অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত বিএনপির রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না।
দুদু আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা সেই নির্বাচনের রোডম্যাপ দেখতে চাই। রোডম্যাপ প্রকাশ হলেই বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে।
তিনি দৃঢ়ভাবে বলেন, “বিএনপি ভোটেই ক্ষমতায় গিয়েছিল, এবারও যাবে। কিন্তু সেটা হতে হবে জনগণের রায়ের মাধ্যমেই।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সভাজুড়ে ছিল আন্দোলনের প্রস্তুতি, প্রত্যয়ের বার্তা, আর ভোটের মাঠে ফেরার প্রত্যয়।