
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১২ এপ্রিলের এই বিশাল জনসমাগম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ তাদের আত্মত্যাগ ও নৈতিক অবস্থান দিয়ে বিশ্বকে আবারও দেখিয়ে দিয়েছে, তারা ন্যায়ের পক্ষে। তরুণ থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই গাজার স্বাধীনতার পক্ষে কণ্ঠ মিলিয়েছে।
তিনি আরও বলেন, ফিলিস্তিন চিরকাল বাংলাদেশের এই অকুণ্ঠ সমর্থন মনে রাখবে। বাংলাদেশের পতাকা যখন ফিলিস্তিনের পতাকার পাশে উড়ছে, তখন তা শুধু সংহতির প্রতীক নয়-এটি দুই জাতির বন্ধুত্বের এক অটুট নিদর্শন।
শেষে রাষ্ট্রদূত বলেন, “আপনারা শুধু আমাদের পাশে নন, আপনারাই আমাদের আশা, সাহস ও মর্যাদার অংশীদার। ফিলিস্তিন-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।”