
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির ঐক্য, সম্প্রীতি ও মহাপুনর্মিলনের দিন। এ দিনে জাতি নবচেতনা ও নতুন অঙ্গীকারে উদ্দীপ্ত হয়।”
তিনি আরও বলেন, “মুঘল সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়, যা সময়ের ব্যবধানে সকল বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। পুরনো গ্লানি ভুলে আমরা নতুন আশা, আনন্দ ও ভালোবাসার বার্তা নিয়ে এগিয়ে যাই।”
অধ্যাপক ইউনূস ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, “এই ঐতিহাসিক ঘটনা বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের দ্বার খুলে দিয়েছে। আসুন, সকলে মিলে সুখী, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ি।”
এসময় তিনি বাংলা নববর্ষ উপলক্ষে নেওয়া সব উদ্যোগের সফলতা কামনাও করেন।