
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকারের নতুন নির্দেশনায় আসন্ন হজ্ব মৌসুমকে কেন্দ্র করে মক্কা নগরীতে প্রবেশের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনা হয়েছে। বৈধ হজ পারমিট ছাড়া কেউ মক্কার পবিত্র সীমার অভ্যন্তরে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। এই বিধিনিষেধ এপ্রিল মাসের শেষের দিকে কার্যকর করা হবে।
২৩ এপ্রিল থেকে: সৌদিতে বসবাসরত প্রবাসীদের ক্ষেত্রে, বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।
২৯ এপ্রিল থেকে: বিদেশি নাগরিক, জিসিসি দেশসমূহের নাগরিক এবং দর্শনার্থীদের জন্য একই বিধান প্রযোজ্য হবে।
কারা পাবেন প্রবেশের অনুমতি?
যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা আবাসস্থল হিসেবে উল্লেখ রয়েছে।
বৈধ হজ পারমিটধারী ব্যক্তি।
যারা পবিত্র স্থাপনা বা ঐতিহ্যবাহী স্থানগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত।
এছাড়া, হজ পারমিট পেতে আবেদনকারীদের অনলাইন প্ল্যাটফর্ম—যেমন Absher বা Muqeem—এর মাধ্যমে আবেদন করতে হবে। একইসঙ্গে, ওমরাহ পারমিট ইস্যু কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। নুসুক প্ল্যাটফর্মে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ পারমিট প্রদান বন্ধ থাকবে।
এছাড়াও, নিয়ম লঙ্ঘনের ফলে প্রশাসন কর্তৃপক্ষ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। কোন ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সৌদি সরকার জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হজের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পবিত্রতার রক্ষা নিশ্চিত করা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আনুমানিক ২০ লাখ হজযাত্রী নির্বিঘ্ন ও সুরক্ষিত হজ পালন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।