
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রমনার বটমূলে আজ সকাল সাড়ে ছয়টায় পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছে। সূর্যোদয়ের প্রথম কিরণে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশপ্রেম, সৃষ্টিশীলতা ও ঐতিহ্যের স্পন্দন মিশে গেছে এক নতুন চেতনায়।
আজকের উদযাপনে মোট ২৪টি পরিবেশনা সম্পন্ন হয়েছে; এর মধ্যে রয়েছে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। অনুষ্ঠানের উদ্বোধনকালে যিনি বক্তব্য দেন, তিনি জানিয়েছেন, “নতুন বছরের আগমন আমাদের মুক্তির, আশার এবং নতুন চেতনার বার্তা বয়ে আনে।”
পুরুষ শিল্পীরা মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিধান করে উৎসবের মরশুমে অংশগ্রহণ করেন, অপরদিকে নারীরা মেরুন রঙের ছোঁয়াসহ অফ হোয়াইট শাড়ি পরিহিত হয়ে উপস্থিত থাকেন। মঞ্চে নতুন ধরনের রঙের সমন্বয় এবং ডিজাইনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়া দেয়া হয়েছে।
এই বর্ষবরণ শুধুমাত্র নববর্ষ উদযাপনের অনুষ্ঠান নয়, বরং এক সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রয়াস। গত কয়েক বছর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মাঝে এই উদযাপন দেশবাসীর মাঝে একটি নতুন একতা ও চেতনা ফিরিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
ছায়ানট-এর ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ধারাবাহিকতায়, আজকের বর্ষবরণে শিল্পী, সঙ্গীতপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীরা মিলিত হয়ে দেশের প্রতিটি কোণে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছেন।