
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি ঈদ কার্টুনকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সমালোচনা করেছেন এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ধর্মীয় উৎসবের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।”
তিনি অভিযোগ করেন, গত ৩০ মার্চ প্রকাশিত একটি ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করা হয়েছে, যা ঈদের পবিত্রতা ও মুসলিমদের অনুভূতির পরিপন্থী। তার ভাষ্যে, “মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। এটি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
এই কার্টুন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। আলেম সমাজসহ সাধারণ মানুষ বিষয়টিকে ঈদের অবমাননা হিসেবে দেখছেন এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ একাধিক ইসলামী দলও প্রতিবাদ জানিয়েছে।