
আওয়ার টাইমস নিউজ
নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।” একইসঙ্গে তিনি ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং ভারতের মুসলিম সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদে নতুন ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতা শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে মালদা, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। ইটপাটকেল নিক্ষেপ, রাস্তা অবরোধ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে জানায়, দুটি প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে যে কোনো সংকটের সমাধান সহযোগিতার মাধ্যমেই খুঁজে বের করা উচিত, দোষারোপ নয়।