
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসের রাজনৈতিক যাত্রা, তাতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি, হত্যা মামলা, দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে এক অস্বস্তিকর সময় পার করছেন তিনি। তবে এতকিছুর পরও নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন সাকিব।
সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “রাজনীতিতে আসা আমার ভুল ছিল না। এখন যদি আবার নির্বাচনে দাঁড়াই, তাহলে আমি-ই জিতব।”
তিনি দাবি করেন, রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং একজন খেলোয়াড় বা পেশাজীবীর সেই অধিকার অস্বীকার করার কোনো সুযোগ নেই। “আমি মাগুরার মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম, সেই চেষ্টাই করেছি,” বলেন সাকিব।
সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি মাত্র তিন দিন মাগুরায় ছিলেন এবং বাকিটা সময় ক্রিকেট ও বিদেশ সফরে কাটিয়েছেন। ফলে রাজনৈতিকভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ার সময়ই পাননি বলে জানান তিনি।
তবে অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরার বিতর্কিত ছবি, সম্পত্তি ক্রোক, দুর্নীতির অভিযোগ ও সদ্য সমাপ্ত নির্বাচনের পরিস্থিতি তাঁকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে নিজের বিশ্বাসে অটল সাকিব বলেন, “যারা সমালোচনা করছে, তারা আমার এলাকার ভোটার নয়। আমি বিশ্বাস করি, আজ আবার নির্বাচন হলে মাগুরার মানুষ আমাকেই ভোট দেবে।”
সাকিবের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাজনীতি না করে ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং তিনি সেটাই অনুসরণ করেছেন। “আমি খুব সহজেই ক্রিকেট ছাড়তে পারতাম। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ইচ্ছা ও ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু করার লক্ষ্য ছিল আমার,বলেন সাকিব।
বিশ্লেষকদের মতে, রাজনীতিতে হঠাৎ প্রবেশ এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ সাকিবের ভাবমূর্তিতে বড়সড় প্রভাব ফেলেছে। তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে।
এদিকে সাকিবের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা, স্বাধীন নামে একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন রক্ত খেকো শেখ হাসিনা যেমন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নন, ঠিক তেমনি তার অনুসারী সাকিব আল হাসানও তার নির্বোধ জ্ঞানহীন ভুল সিদ্ধান্তের অনুতপ্ত নন। কেউ কেউ আবার সাকিবের পক্ষ নিয়ে বলেছেন সাকিব তার ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী বলেছেন সাকিব কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিষয়ে এখনো পর্যন্ত বিন্দুমাত্রও অনুতপ্ত নন! টাকার লোভ এবং ক্ষমতার লোভ সাকিবকে মা/নুষত্বহীন করে ফেলেছে।
#ShakibPolitics #BangladeshPolitics #Election2025 #Magura #ShakibAlHasan #TimesNews #PoliticalControversy #CricketAndPolitics #LeadershipCrisis