
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় আয়োজিত বিক্ষোভ ঘিরে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল, যার আয়োজন করে ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’ নামের একটি জোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেন শতাধিক ছাত্র-জনতা। বিক্ষোভকারীরা হাউজ বিল্ডিং ঘুরে জসিমউদ্দীন এভিনিউ হয়ে রাজলক্ষ্মী মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
আয়োজকদের অভিযোগ, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং তারা বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল ও সভা করে চলেছে, যা আইনশৃঙ্খলার পরিপন্থী। তারা এ সকল ‘অপতৎপরতা’ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা দাবি করেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিষিদ্ধ করে একটি ‘নিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থা’ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছেন, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাসহ যারা গণহত্যায় সাথে জড়িত, তাদের কোনোভাবেই রাজনীতি করার অধিকার দেয়া হবে না।”
হ্যাশট্যাগ: #আন্তর্জাতিকসংবাদ #রাজনীতি২০২৫ #আওয়ামীলীগ #উত্তরাবিক্ষোভ #টাইমসনিউজ #বাংলাদেশসংবাদ #জুলাইরেভ্যুলুশন