
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরায় আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে ও তার প্রতি সমর্থন জানিয়ে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে, তিনি সফল হবেন,” বলেন ফখরুল। “আসুন, আমরা সবাই মিলে তাকে সাহায্য করি। আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।
নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি-শাসনব্যবস্থা রূপান্তরমূলক’-শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল আরও বলেন, “যেদিন ছাত্রদের ওপর রাস্তায় গুলি শুরু হয়েছে, সেদিন কিন্তু সবাই রাস্তায় নেমে এসেছে। আজকেও সেইভাবে সবাই এক হই। সমস্যা আছে, কিন্তু সমাধানও হবে। ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।”
গণতন্ত্রের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে ফখরুল বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এটি চাপিয়ে দেওয়া যায় না। গণতন্ত্র চর্চার বিষয় এটিকে ধরে রাখতে হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হতাশার কথা তুলে ধরলেও আশার বাণী শোনান তিনি। “আমার চারদিকে তাকিয়ে দেখি, মানুষ একটু হতাশ। এত রক্ত ঝরেছে, এত মায়ের বুক খালি হয়েছে—শেষ পর্যন্ত ফলাফল কী হবে? আমি বিশ্বাস করি, ভালোই হবে, এবং খুব ভালো হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ চিরকাল ভালো কিছুর জন্য লড়াই করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম—৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত, সব জায়গাতেই তাদের অগ্রণী ভূমিকা ছিল। সেখানেই আমাদের শক্তি।”