
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার ছায়ায় স্বর্ণ এখন বিনিয়োগকারীদের নিরাপদ গন্তব্য। আন্তর্জাতিক বিশ্লেষণা বলছে, চলমান বাণিজ্য উত্তেজনা ও সম্ভাব্য মন্দার প্রভাবে আগামী বছরগুলোতে স্বর্ণের বাজারে রেকর্ড মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।
মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগানের বিশ্লেষণে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্যভাগে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৪ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, ২০২৫ সাল জুড়ে স্বর্ণের প্রতি প্রান্তিকের চাহিদা গড়ে ৭১০ টনের কাছাকাছি হতে পারে। এতে বছরের শেষ নাগাদ দাম দাঁড়াতে পারে ৩ হাজার ৬৭৫ ডলারে।
তবে বাজার বিশ্লেষকরা সতর্ক করছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ে ভাটা পড়লে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি শক্তিশালী অবস্থানে থাকে এবং সুদের হার বাড়ানো হয়, সেক্ষেত্রেও স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ, যা এরই মধ্যে ইতিহাসে ২৮ বার রেকর্ড ভেঙেছে। ২২ এপ্রিল প্রথমবারের মতো স্বর্ণের মূল্য আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়ে এক নতুন মাইলফলক গড়েছে।
অন্যদিকে, গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে—চলতি বছরের শেষে স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলার স্পর্শ করতে পারে। তারা আরও সতর্ক করে বলেছে, যদি অর্থনৈতিক অস্থিরতা বাড়ে, তাহলে এই সময়ের মধ্যেই দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।