
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং ১২০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি একটি কনটেইনারে ছোট আগুনের সূত্রপাত থেকে ঘটে, যা দ্রুত বিস্তার লাভ করে।
ইরানের সংসদ সদস্য মোহাম্মদ সেরাজ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং বিস্ফোরণটি সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে ঘটানো হয়েছে। সেরাজ বলেন, “এটি একটি দুর্ঘটনা নয়, বরং ইসরায়েলের পরিকল্পিত হামলা।”
তবে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা ছিল, যেখানে একটি ছোট আগুন ছড়িয়ে পড়েছিল এবং রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র হোসেন জাফারি বলেছেন, উদ্ধার কাজ চলছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর হতাহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।