৩রা জুলাই, ২০২৫, ৭ই মহর্‌রম, ১৪৪৭
সর্বশেষ
জা’হেলী যুগকে হার মানিয়ে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের পর নৃশংসভাবে হ*ত্যা!
ইসরাইল ভূখণ্ডে হঠাৎ ভয়াবহ মিসাইল হামলা! মধ্যপ্রাচ্যে শুরু হল নতুন উত্তেজনা
মাঠে বিষাক্ত লঙ্কান নাগিনীর প্রবেশেই কি সহজ জয়ের ম্যাচ হেরে গেল ভীতু টাইগাররা?
বিষাক্ত রাঙ্গার মরণ ঘূর্ণিতে ১০০ রানে ১ উইকেট থেকে ১০৬ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ!
বিদেশেও সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে: আসিফ নজরুল
শ্রীলঙ্কাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের পথে বাংলাদেশ, ৮ ওভারে টাইগারদের সংগ্রহ ৫৫ রান
লাশ নেয়নি কেউই, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিল পাষণ্ড ছেলে! মনুষ্যত্বহীন এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটলো!
তাসকিন-তানজিমের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা! কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কলিজা কাঁপানো ঘোষণা! এবার কি করবে ডোনাল্ড ট্রাম্প?
১টা নমরুদ! ১টা কারুন! ১টা ফেরাউনকে একসাথে ১টা গ্লাসের মধ্যে গোলালে ১টা হাসিনা তৈরি হয়ঃ আল্লামা মামুনুল হক।
নেতানিয়াহু, আমাদের যেতে দাও: ইসরাইলি নাগরিকদের দেশ ছাড়ার আহাজারি” অথচ মৃ’ত্যুর মুখেও দেশ ছাড়েনি ফি’লি’স্তিনিরা
মেহেদী মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নব জাগরণ শুরু, একাদশে জায়গা পেলেন যারা
মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগে বিক্ষোভে উত্তাল তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, ৪ কার্টুনিস্ট আটক
অক্টোবরের আগেই পাকিস্তানে ভয়াবহ হা’ম’লার আশঙ্কা, ভারত-ইসরাইলের ভয়ং’কর ষ’ড়’যন্ত্র ফাঁস!
আজীবন সৌদি আরবেই থাকতে চান রোনালদো, তবে কি সত্যিই গোপনে মুসলিম হয়েছেন বিশ্ব ফুটবলের এ মহাতারকা?

মাত্র চারটি আমল! নারীদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে — কী সেই সহজ কাজগুলো?

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: ইসলাম ধর্মে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, নারীদের জন্য জান্নাতে প্রবেশের শর্তগুলো অত্যন্ত সহজ করা হয়েছে। কেবলমাত্র চারটি কাজ ঠিকভাবে পালন করলেই এক নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন — এমন সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

কী সেই চারটি সহজ আমল?

হাদিসে এসেছে:

> إذا صلّت المرأة خمسها، وصامت شهرها، وحفظت فرجها، وأطاعت زوجها، قيل لها: ادخلي الجنة من أي أبواب الجنة شئت
(মুসনাদ আহমাদ, হাদিস: ১৬৬১)

বাংলা অর্থ:
“যে নারী নিয়মিত তার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, নিজের সতিত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে — তাকে বলা হবে: ‘তুমি জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছা, প্রবেশ করো।’”

অন্য আরেকটি হাদিসে আরো পরিষ্কারভাবে এসেছে:

> إذا صلت المرأة خمسها، وصامت شهرها، وأحصنت فرجها، وأطاعت زوجها، دخلت الجنة
(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৫৩)

বাংলা অর্থ:
“যদি কোনো নারী তার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতিত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”

১. পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা:
নিয়মিত ও সময়মতো নামাজ আদায় করা নারীর ঈমানের প্রধান ভিত্তি। নামাজ ছাড়া ইসলামে মুক্তির কোনো পথ নেই।

২. রমজানের রোজা পালন করা:
রমজান মাসে ফরজ রোজাগুলো পালন করা ইমানদার নারীর অন্যতম কর্তব্য। এর মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় এবং তাকওয়া বৃদ্ধি পায়।

৩. নিজের সতিত্ব রক্ষা করা:
অবৈধ সম্পর্ক, অনৈতিকতা এবং যেকোনো গুনাহের কাজ থেকে নিজেকে সংযত রাখা। চরিত্রের পবিত্রতা ইসলামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪. স্বামীর আনুগত্য করা:
স্বামীর বৈধ ও ন্যায়সঙ্গত আদেশ মেনে চলা, স্বামীকে সন্তুষ্ট রাখা, সংসার রক্ষা করা — এসব নারীর জন্য জান্নাতের সহজ মাধ্যম। তবে মনে রাখতে হবে, কোনো অন্যায় বা হারাম বিষয়ে স্বামীর আদেশ মানা বাধ্যতামূলক নয়।

ইসলামের মহত্ত্ব:

ইসলাম নারীদের কঠিন কোনো শর্তের মুখোমুখি করেনি। বরং অত্যন্ত সহজ ও স্বাভাবিক কাজের মাধ্যমে তাদের জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে যাওয়ার সুযোগ দিয়েছে। শুধুমাত্র নিয়মিত ইবাদত ও পরিবার রক্ষার দায়িত্ব পালনের মাধ্যমেই তারা জান্নাতের সর্বোচ্চ সৌভাগ্য লাভ করতে পারে।

এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় — নারী জাতির জন্য ইসলাম কতোটা দয়ালু, সহনশীল এবং কল্যাণকর একটি ধর্ম ব্যবস্থা।

পাঠকের জন্য বার্তা:
প্রিয় মা-বোনেরা, চলুন আমরা নিজেদের জীবনে এই চারটি সহজ কাজকে আঁকড়ে ধরি। নিয়মিত নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, নিজের পবিত্রতা রক্ষা করি এবং সংসারে স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল হই।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সৌভাগ্য দান করুন। আমিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত