
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় নেতা হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি লিখেছেন—
“গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ (শুক্রবার) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।”
এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকালে জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে বিক্ষোভ সমাবেশ হবে। সমাবেশে আওয়ামী লীগের বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হবে।
হাসনাতের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া— কেউ বলছেন এটি ‘উসকানিমূলক’, কেউ দেখছেন ‘জনআবেগের প্রতিফলন’ হিসেবে।