
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গত ১ মে, ২০২৫ তারিখে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঠানো সরকারি বরাদ্দের মালামাল একটি ট্রলারে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে ছিল সিমেন্ট, বালি, টিন এবং অন্যান্য নির্মাণ সামগ্রী। তবে ট্রলারটি সেন্টমার্টিনে পৌঁছানোর আগেই এসব মালামাল পাচার হয়ে গেছে। অভিযোগ উঠেছে, একটি চোরাকারবারি চক্র এসব সামগ্রী মিয়ানমারে পাচার করেছে।
সরকারি প্রকল্পের আওতায় টিআর বরাদ্দের মাধ্যমে সেন্টমার্টিনের পর্যটন তথ্য ও অভিযোগ কেন্দ্র সংস্কারের জন্য এসব মালামাল বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ অনুযায়ী, ৯ বান্ডিল টিন, ৭০ ফুট কাঠ, ৩০০ ফুট বালি, ৩০ কার্টুন টাইলস, ২০ ব্যাগ সিমেন্ট নিয়ে যাওয়ার কথা ছিল, তবে এসবের মধ্যে সিমেন্টের পরিমাণ বাড়িয়ে ৪০০ ব্যাগ দেখানো হয়েছে এবং মালামাল মিয়ানমারে পাচার করা হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় প্রশাসন এবং ইউপি সদস্যদের বক্তব্য অনুযায়ী, ওই দিন অনুমতি পত্র দিয়ে ট্রলারটি মালামাল তুলে নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জানা যায়, এসব সামগ্রী সেন্টমার্টিনের পরিবর্তে মিয়ানমারে পাচার হয়েছে। ট্রলার মালিক সমিতি এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, ট্রলার মালামাল নিয়ে যাওয়ার পর কিছু সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলা হয় এবং ট্রলারটি সেন্টমার্টিনে পৌঁছায়নি।
অভিযোগের ব্যাপারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে তদন্ত শুরু হয়েছে। ইতোপূর্বে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।