
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রীয় ইতিহাসকে নতুনভাবে উপস্থাপন করতে উদ্যোগ নিচ্ছেন। এবার তিনি ঘোষণা দিলেন—প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়কে স্মরণীয় করে রাখতে দুটি জাতীয় ছুটির নাম পরিবর্তনের পরিকল্পনা করছেন।
‘ট্রুথ সোশ্যাল’ নামক নিজস্ব প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “৮ মে দিনটিকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের স্মরণে ‘ভিক্টরি ডে’ এবং ১১ নভেম্বরকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য ‘ভিক্টরি ডে’ হিসেবে পুনঃনামকরণ করছি।”
যুক্তরাষ্ট্রে ৮ মে এখনো সরকারি ছুটি নয়, যদিও ইউরোপে দিনটি ‘ভিক্টরি ইন ইউরোপ ডে’ নামে পরিচিত। ১৯৪৫ সালের এই দিনে নাৎসি জার্মানি মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ট্রাম্পের দাবি, “আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছি, অথচ আমরা নিজেরাই এ বিজয় যথাযথভাবে উদযাপন করি না। এটা লজ্জার।”
আরেকদিকে, ১১ নভেম্বর দীর্ঘদিন ধরে ‘ভেটেরান্স ডে’ হিসেবে পালিত হয়ে আসছে—যা প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির দিন স্মরণ করে শুরু হয়েছিল ‘আর্মিস্টিস ডে’ নামে। ট্রাম্প চান এটিকে আরও সরাসরি বিজয়ের প্রতীক হিসেবে দেখাতে।
তিনি বলেন, “আমরা দুটো যুদ্ধেই বিজয়ী হয়েছি, কোনো দেশই আমাদের সাহস বা কৌশলের ধারেকাছেও ছিল না। আজ আমাদের এমন নেতৃত্ব নেই যারা বিজয় উদযাপন করতে জানে। আমি সেই উদযাপন ফিরিয়ে আনব।”
তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও ‘ইনডিজেনাস পিপলস ডে’কে ‘কলম্বাস ডে’ হিসেবে ফিরিয়ে আনার এবং ‘গালফ অব মেক্সিকো’কে ‘গালফ অব আমেরিকা’ নাম দেওয়ার মতো পুনঃনামকরণের প্রস্তাব দিয়েছিলেন।
ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সমর্থকরা বলছেন, “এই পদক্ষেপ আমেরিকার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনবে।”