
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির অধ্যায় কি এক মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে? অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলের লজ্জাজনক হারের পর, চুক্তি নবায়ন প্রসঙ্গে যখন সাংবাদিকরা জানতে চাইলেন, মেসি কেবল বললেন—“আমি কিছুই জানি না।” এই রহস্যময় জবাব যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়, তৈরি করেছে এক গভীর অনিশ্চয়তা।
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, ক্লাবের ছন্দপতন আর একের পর এক হার ঘিরে অনেকেই বলছেন—মেসি হয়তো এখনই নতুন ঠিকানার খোঁজে!
ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানালেন, “জর্দি আলবার সঙ্গে নতুন চুক্তি করেছি, লিওর ব্যাপারেও কয়েক সপ্তাহের মধ্যে আশা করছি কিছু ভালো খবর পাব। সে শুধু আমাদের নয়, গোটা এমএলএস-এর সম্পদ।”
৫৫ ম্যাচে ৪৪ গোল, ২১ অ্যাসিস্ট আর দুটি শিরোপা—ইন্টার মায়ামির ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায়টি লিখেছেন মেসি নিজেই। অথচ সেই তিনিই আজ ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানেন না!
ম্যাচে রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি—“ওদের খেলোয়াড় ব্যাক পাস করল, কিন্তু রেফারি বলল সে নিয়ম জানে না! ওখান থেকেই গোল হলো। এটা কোনো অজুহাত নয়, তবে এমএলএস কর্তৃপক্ষের ভাবা উচিত।”
শেষ সাত ম্যাচে পাঁচ হার আর বিশ গোল হজম—এর মাঝেই যখন ক্লাব দিশেহারা, তখন মেসির এ ধরনের বক্তব্য ক্লাবের ওপর চাপ বাড়াবে, তাতে সন্দেহ নেই।
‘আমি কিছুই জানি না’—এই তিনটি শব্দ এখন কোটি ভক্তের মনে এক বিশাল প্রশ্নচিহ্ন। তবে উত্তর মিলবে কি আদৌ? আপাতত অপেক্ষার প্রহর গুনছে গোটা ফুটবল দুনিয়া।