
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পর তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক এবার উত্তপ্ত হয়ে উঠছে সিন্ধু নদীর পানি নিয়ে। রাজস্থানের বিকানেরে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তায় জানিয়ে দেন— “ভারতের অধিকার থাকা নদীর পানি পাকিস্তানে যাবে না। সেই পানি ভারতের কৃষকরা ব্যবহার করবেন।”
মোদি আরও বলেন, “যারা ভারতের মাটিতে সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মাটিতেই মিশিয়ে দেওয়া হয়েছে।” পেহেলগামের হামলার প্রতিক্রিয়ায় ভারতের ‘২২ মিনিটের’ পাল্টা অভিযানে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় বলে তার দাবি। পাকিস্তানের রহিম ইয়ার খান ঘাঁটির অবস্থা এখন “আইসিইউতে”—এমন মন্তব্য করতেও ছাড়েননি মোদি।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেছিল ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। চুক্তি অনুযায়ী, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হলেও সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর পানি পাকিস্তানকে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে হতো।
তবে এবার কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি চুক্তির কার্যকারিতা স্থগিতের ঘোষণা দিয়েছে। মোদির স্পষ্ট ঘোষণা— “ভারতের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না।”
এদিকে, পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে। ইসলামাবাদ বলছে, এটি চুক্তির একতরফা লঙ্ঘন, যা অঞ্চলজুড়ে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, চুক্তি বাতিল না হলেও কার্যকারিতা স্থগিত হওয়ায় ভারত-পাকিস্তান সম্পর্ক চরম দুরত্বে পৌঁছাতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স