
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পরাজিত রাজনৈতিক শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালন যদি অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (২৪ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা পালনের পথে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও এখতিয়ারবহির্ভূত কর্মসূচি স্বাভাবিক কাজের পরিবেশকে বাধাগ্রস্ত করছে এবং জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নির্বাচন, বিচার এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হবে।
সরকার জানায়, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকার তার দায়িত্ব পালনে সচেষ্ট। তবে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকলে সরকার জনসমর্থন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষের কর্মসূচি ও উস্কানিমূলক বক্তব্য সেই প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে মনে করছে সরকার।