
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে চরম সমালোচনায় সিক্ত হয়েছিল বাংলাদেশ দল।
তাই দ্বিতীয় ম্যাচে লাহোরে আফগানদের বিপক্ষে বেশ চাপ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কারণ ম্যাচের আগেই আফগান কোচ জনাথন ট্রট নিজেদের ফেবারিট তকমা লাগিয়ে বাংলাদেশ দেশকে হারাবে বলে হুংকার দিয়েছিল, কিন্তু মাঠের খেলায় ঠিকই আফগানদের বিধ্বস্ত করে ৮৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগারর বাহিনী।
আজ আফগানদের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদী মিরাজ ও নাজমুল হাসান শান্তর অবিশ্বাস্য সেঞ্চুরির উপর ভর করে আফগানদের ৩৩৫ রানের টার্গেট দেয় টাইগাররা। জবাবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৯ রান থেকে দুরে থেকেই পেকেট হয়ে যায় আফাগানিস্তান দল। এই জয়ের ফলে এশিয়া কাপের সুপার ফোরে যাওটা সহজ হয়ে গেল।