
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ লড়াই করেও হেরে গেছে বাংলাদেশ। ইয়েমেনের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশির ৩০ সেকেন্ড আগে হজম করা একমাত্র গোলেই হারতে হলো লাল–সবুজদের।
শনিবার ভিয়েতনামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। জনি–ফাহামেদুলরা একের পর এক চেষ্টা চালালেও আক্রমণে এগিয়ে ছিল ইয়েমেন। প্রথমার্ধে ইয়েমেনের একাধিক সুযোগ এলেও তারা গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করে। ৬৬ মিনিটে রাজু আহমেদ জিসানের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। তবে ৮৭ মিনিটে বড় ধাক্কা খায় লাল–সবুজ শিবির। প্রতিপক্ষকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মজিবর রহমান জনি। ফলে বাংলাদেশ নেমে আসে ১০ জনের দলে।
শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় মোহামেদ ইসামের গোলে এগিয়ে যায় ইয়েমেন। যোগ করা সময়ের একদম শেষ দিকে হওয়া এ গোলেই হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এই হারের ফলে চূড়ান্ত পর্বে খেলার আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের। আগামী ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে তারা।































