
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আর এই জয়ে বাংলাদেশের সামনে খুলে গেল শেষ চারের দরজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই রসিকতা ঘুরে বেড়াচ্ছিল আযে সেই ছোটবেলা থেকেই আমি শ্রীলঙ্কার সমর্থক।” কারণ ছিল একটাই, লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারায়, তবে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উঠবে।
শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করেছে শ্রীলঙ্কা। ১৭০ রানের লক্ষ্য তারা মাত্র ৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে। এর ফলে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়, আর বাংলাদেশ চলে যায় শেষ চারে শ্রীলঙ্কার সঙ্গেই।