
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চাটখিলে ভোর রাতে নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী আকস্মিকভাবে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অভিযোগ, আকরাম নামাজের সালাম ফেরানোর মুহূর্তে অস্বাভাবিক শ্বাস নেওয়া শুরু করে। সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মহিউদ্দিন জানান, আকরাম ১৫ পারা হিফজ সম্পন্ন করেছে এবং ১৬ পারা শুরু করতে যাচ্ছিল। সে একজন মেধাবী ও নম্র শিক্ষার্থী ছিলেন। শিক্ষকেরা এবং পরিবার আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আকরামের মামা, মাওলানা বোরহান উদ্দীন বলেন, তাকে বিকেল সাড়ে ৪টায় কমলনগরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবার ধৈর্য ধরার তাওফিক কামনা করছে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পরিবার নিজ গ্রামে দাফন সম্পন্ন করেছে।



























