
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার এক ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চলন্ত একটি গাড়ির ওপর হঠাৎ আকাশ থেকে ধেয়ে আসে একটি ছোট বিমান। ড্যাশক্যামে ধরা পড়া ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশে বিমানটির ইঞ্জিন হঠাৎ ব্যর্থ হয়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ মুহূর্তে ভারসাম্য রাখতে ব্যর্থ হন। বিমানটি সরাসরি চলন্ত গাড়ির ওপর পড়ে। সংঘর্ষের তীব্রতায় আশপাশের গাড়িচালকরা আতঙ্কিত হন।
বিমানের সঙ্গে সংযুক্ত যাত্রীদের মধ্যে একজন নারী গাড়ি চালাচ্ছিলেন। প্রচণ্ড ধাক্কা সত্ত্বেও তিনি প্রাণে বেঁচে যান এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পান। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন লাগে। দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ সরায়।
বিমানটিতে থাকা অন্যান্য যাত্রীর অবস্থা এবং ইঞ্জিন বিকলের সঠিক কারণ সম্পর্কে তদন্ত চলছে। বিমান বিশেষজ্ঞদের মতে, ছোট বিমানে ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে পাইলটরা সাধারণত খোলা জায়গায় জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু ব্যস্ত হাইওয়েতে নামতে গিয়ে ঝুঁকি অনেক বেশি থাকে।




























