
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: দেশের প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ‘ইসলামিক স্মার্ট সিটি’, যেখানে ইসলামি সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তিকে একত্রিত করা হয়েছে। রাজধানী ঢাকার মাওয়া রোড সংলগ্ন শ্রীনগরের ষোলঘরে নির্মিত ‘পুষ্প ইসলামিক স্মার্ট সিটি’ ও মিরপুরে ‘মিরপুর ইসলামিক স্মার্ট সিটি’ দেশের নগর পরিকল্পনা ও আবাসন খাতে নতুন দিগন্তের সূচনা করছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সূচনা বক্তব্যে ইসলামিক স্মার্ট সিটির লক্ষ্য ও সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।
ফাউন্ডার ডিরেক্টর হাসিবুল হক মামুন বলেন, “আমরা এমন একটি শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ আধুনিক জীবনযাপনের সুযোগ পাবে, কিন্তু তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে। এটি শুধু আবাসন প্রকল্প নয়, বরং একটি আদর্শ জীবনধারার মডেল।”
ইসলামিক স্মার্ট সিটিতে থাকছে মসজিদ, মাদ্রাসা, শিশুদের ইসলামি শিক্ষা ও মূল্যবোধভিত্তিক স্কুল-গবেষণাকেন্দ্র, হালাল অর্থনীতি জোন, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, এবং নারী-পুরুষের জন্য পৃথক বিনোদন ও খেলার জায়গা।
ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহমুদ হাসান বলেন, “আমরা চাই, আমাদের সন্তানরা ভার্চুয়াল দুনিয়ার চেয়ে বাস্তব পৃথিবীতে বেড়ে উঠুক। এখানে তারা আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক মূল্যবোধেও বলীয়ান হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো শিশুদের জন্য নিরাপদ, সৃজনশীল এবং ধর্মভিত্তিক পরিবেশ তৈরি করা।”
উদ্যোক্তারা জানান, প্রথম পর্যায়ে ঢাকার কয়েকটি প্রবেশ মুখে ছয়টি ইসলামিক স্মার্ট সিটি নির্মাণ করা হবে। পরবর্তী ধাপে দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে এক বা একাধিক ইসলামিক স্মার্ট সিটি গড়ে তোলা হবে।
ডিরেক্টর বলেন, “আমাদের সমাজে আধুনিক হতে গেলে দ্বীন থেকে দূরে সরে যাওয়ার ধারণা প্রচলিত। আমরা এই ধারণা পরিবর্তন করতে চাই এবং মানুষকে দেখাতে চাই, আধুনিক জীবনধারা ও ইসলামিক মূল্যবোধ একসাথে গড়ে তোলা সম্ভব।”




























